হোম > অপরাধ > ময়মনসিংহ

দাফনের দেড় মাস পর মাছ ব্যবসায়ীর মরদেহ উত্তোলন

শেরপুর প্রতিনিধি

শেরপুরে দাফনের দেড় মাস পর আদালতের নির্দেশে লিটন মিয়া ওরফে হিটলার (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া কান্দাপাড়া গ্রামে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়।

হিটলার ওই গ্রামের মৃত হাসেন আলী মণ্ডলের ছেলে। তিনি তিন কন্যাসন্তানের জনক ছিলেন। 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর রাতে হিটলারকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যান স্থানীয় মৃত সেকান্দর আলীর ছেলে মো. শহীদুল ইসলাম শুভ, মৃত মোশারফ হোসেনের ছেলে আব্দুল মতিনসহ তাঁর সহযোগীরা। এর পরদিন সকালে স্থানীয় মসজিদের সামনে হিটলারের মরদেহ পাওয়া যায়। পরে স্ট্রোক করে হিটলারের মৃত্যু হয়েছে বলে দাবি করে অভিযুক্তরা তাঁর মরদেহ তড়িঘড়ি করে দাফন করেন। পরবর্তীতে হিটলারের স্বজনেরা জানতে পারেন জমি সংক্রান্ত বিরোধের জেরে শহিদুল ইসলাম শুভসহ কয়েকজন মিলে হিটলারকে হত্যা করে মসজিদের সামনে ফেলে রেখেছিলেন। পরে হিটলারের ভাতিজা আবির ইসলাম বাদী হয়ে শহিদুল ইসলাম শুভসহ সাতজনকে আসামি করে ৩০ অক্টোবর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলা দায়েরের পর সদর থানা-পুলিশকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আদালত। অপরদিকে, আদালতে মামলা দায়েরের পর থেকেই হিটলারের মরদেহ কবর থেকে চুরি হওয়ার ভয়ে গত দেড় মাস ধরে পাহারা দিচ্ছিল তাঁর পরিবারের সদস্যরা। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত হিটলারের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদনের জন্য নির্দেশ দেন। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ দুপুরে কবর থেকে হিটলারের মরদেহ উত্তোলন করা হয়েছে। 

হিটলারের স্ত্রী তাছলিমা বেগম বলেন, ‘আমার তিনটি মেয়েকে যারা এতিম করেছে, আমি তাঁদের ফাঁসি চাই।’ 

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশে মরদেহটি উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ