জামালপুরের মেলান্দহ উপজেলা তথ্য মন্ত্রণালয়ের সহকারী তথ্য কর্মকর্তা মো. মোশারফ হোসেন (৪৫) ও তাঁর স্ত্রী ফারজানা আক্তার সুইটিকে (৩৫) তাঁদের নিজ ঘরে ঢুকে বঁটি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে তথ্য কর্মকর্তা বাদী হয়ে নাজমুল মোল্লাসহ ছয়জনকে আসামি করে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। এর আগে গত শুক্রবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা ঢেংগে এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তথ্য কর্মকর্তা বলেন, ‘গত শুক্রবার রাতে আমার স্ত্রী রান্না করতে ছিল। এ সময় পাশে থাকা বঁটি দিয়ে নাজমুল মোল্লা আমার স্ত্রীর মাথায় এবং আমাকে আঘাত করেন। এ ছাড়া আমার শরীরে দুই জায়গায় কামড় দিয়ে আহত করেন তিনি। পরে আমাকে মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত নাজমুল মোল্লার বাড়িতে গেলে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর মা বলেন, ‘হঠাৎ কী কারণে এ ঘটনা ঘটেছে তা কিছুই বলতে পারছি না। আর আমার ছেলে ঢাকায় থাকে। কয়েক দিন আগে বাড়িতে এসেছে।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।