হোম > অপরাধ > ময়মনসিংহ

লঘুদণ্ডেই পার পেলেন সেই ভূমি কর্মকর্তা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়নের সেই ভূমি সহকারী কর্মকর্তা নাসরিন সুলতানাকে লঘুদণ্ড দেওয়া হয়েছে। লঘুদণ্ডে তাঁর দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত ও তা সার্ভিস বুকে লিপিবদ্ধ করার আদেশ প্রদান করে চাকরিতে বহাল করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে ৩ মে (বুধবার) ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান স্বাক্ষরিত এক আদেশে শাস্তি ও চাকরিতে বহাল করা হয়। 

আদেশে জানানো হয়, মোসাম্মৎ নাছরীন সুলতানার ঘুষ গ্রহণের ঘটনাটির ভিডিও ফুটেজ ছাড়া অন্য কোনো সুনির্দিষ্ট অভিযোগকারী পাওয়া যায়নি। সমস্ত কাগজপত্র এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আনীত ঘুষ গ্রহণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। কিন্তু অভিযুক্ত ভিডিও ফুটেজে তাঁর কথোপকথন এবং প্রচারিত ভিডিও ফুটেজে অভিযুক্ত কথিত ভূমি উন্নয়ন করের টাকা একজন সেবাপ্রার্থীর সামনে যেভাবে বাতাসে দোলাচ্ছিল, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে তাঁর এই আচরণের চিত্র অসদাচরণের শামিল। অভিযুক্তের যেভাবে দাপ্তরিক কাজকর্ম সম্পাদন করা এবং দলিলাদি সংরক্ষণের চিত্র ফুটে উঠেছে, তাতে অভিযুক্তের অদক্ষতা ও অসদাচরণের বিষয়টি সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে। তাই লঘুদণ্ড হিসেবে তাঁর দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত এবং তা সার্ভিস বুকে লিপিবদ্ধ করার আদেশ প্রদান করে চাকরিতে বহাল করা হয়েছে। 

ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘বিভাগীয় মামলাটি নিষ্পত্তি হওয়ায় বিধি মোতাবেক গত ১৪ মে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসরিন সুলতানা ওই উপজেলা ভূমি অফিসে যোগদান করেছেন।’

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর ওই কর্মকর্তার ঘুষ গ্রহণের একটি ভিডিও আজকের পত্রিকার ফেসবুক পেজে প্রচারিত হয়। প্রাথমিক অনুসন্ধানে তা প্রমাণিত হলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তার ব্যক্তিগত শুনানি সন্তোষজনক না হওয়ায় ময়মনসিংহের সিনিয়র সহকারী কমিশনার দিলরুবা ইসলামকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তাঁর দেওয়া তদন্ত রিপোর্টের ভিত্তিতে এই আদেশ জারি করেন ময়মনসিংহের জেলা প্রশাসক।

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা