হোম > অপরাধ > ময়মনসিংহ

মেলান্দহে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

প্রতিনিধি

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় বাবুল মিয়া (৩৫) নামে এক যুবলীগনেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বেলা ২টায় মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের সাধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবুল মিয়া ওই এলাকায় মুনছব আলী শেখের ছেলে। তিনি নয়ানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, সোমবার সকালে ধানের ক্ষেতে পানি দেওয়া নিয়ে জ্যাঠা জয়নাল শেখের সাথে বাবুলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে জয়নাল শেখের নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাধুপুর মধ্য পাড়া এলাকার বাবুল মিয়া ও তার জ্যাঠা জয়নাল শেখের মধ্যে বোরো ধানের খেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে কাটাকাটি হয়। পরে বেলা ২টার দিকে দুজনের মধ্যে মারামারি হয়, এসময় বাবুল মাথায় মারাত্মকভাবে আঘাত পান। বাবুলকে চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ হাসপাতালে উন্নত চিকিৎসার পাঠানো হয়। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে মারা যান বাবুল।

মেলান্দহ থানার ওসি এমএম ময়নুল ইসলাম বলেন, এ ঘটনায় বাবুলের চাচাতো ভাই বাদশা মিয়া ও বাদশার শ্বশুর শরাফত আলীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেলার হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী