হোম > অপরাধ > ময়মনসিংহ

অপহরণের সাড়ে ৩ মাস পর স্কুলছাত্রীকে উদ্ধার

প্রতিনিধি, ময়মনসিংহ

অপহরণের সাড়ে ৩ মাস পর স্কুলছাত্রী সুমাইয়া আক্তারকে (১২) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ। গতকাল বুধবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জের চড়াইল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। 

সুমাইয়া আক্তার ঈশ্বরগঞ্জের আবুল কালামের মেয়ে। সে ত্রিশালের ধলায় তাঁর খালা সখিনার বাড়িতে থেকে কালিরবাজার উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত। 

ময়মনসিংহ পিবিআই এর পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, সুমাইয়া আক্তারের খালার বাসায় স্ত্রী সন্তানসহ ভাড়া থাকত ট্রাক চালক রাসেল মিয়া। রাসেল সুযোগ পেলেই সুমাইয়া আক্তারকে নানা অঙ্গভঙ্গিতে কু-প্রস্তাব দিত। সুমাইয়া আক্তার তার বাবাসহ খালা-খালুকে বিষয়টি জানালে তাঁরা রাসেলকে বাসা ছেড়ে দিতে বলেন। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে গত ৫ জুন তাঁর সঙ্গীদের নিয়ে সুমাইয়াকে অপহরণ করে।

অপহরণের বিষয়টি সুমাইয়া তাঁর পরিবারকে মোবাইল ফোনে জানালে সুমাইয়ার বাবা আবুল কালাম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত মামলাটি পিবিআইকে দায়িত্ব দেয়। এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকার কেরানীগঞ্জের চড়াইল এলাকায় রাসলের ভাড়া বাসা থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়। 

সুমাইয়া আক্তারকে উদ্ধার করার পর সে গতকাল বুধবার আদালতে সোপর্দ করা হলে স্বেচ্ছায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দেয়। 

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১