হোম > অপরাধ > ময়মনসিংহ

জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই আমির উদ্দিনের দায়ের কোপে সৌদিপ্রবাসী ছোট ভাই সফির উদ্দিন (৫০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আমির উদ্দিন। 

আমির উদ্দিন ও সফির উদ্দিন ওই এলাকার ছাবেদ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাবেদ আলীর বড় ছেলে আমির উদ্দিন ও ছোট ছেলে সফির উদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল দুপুরে বিরোধপূর্ণ জমিতে সফির উদ্দিন বাঁশ কাটতে গেলে আমির উদ্দিনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সফির উদ্দিনের মাথায় দা দিয়ে কোপ দিয়ে পালিয়ে যান আমির উদ্দিন। পরে স্বজনেরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সফির উদ্দিন মারা যান। 

নিগুয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুদ্দিন মৃধা নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, সফির উদ্দিন দুই মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটেছে। 

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর থেকে আমির উদ্দিন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সফির উদ্দিনের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মমেক হাসপাতালের মর্গে পাঠানো রয়েছে।’ 

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২