হোম > অপরাধ > ময়মনসিংহ

দুই গারো স্কুলছাত্রী গণধর্ষণের মামলার ৫ আসামির ২ দিনের রিমান্ড

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের দুই কিশোরী স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে জেলা গোয়েন্দা পুলিশ শনিবার সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়। 

আজ রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের চতুর্থ বিচারিক আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড পাওয়া আসামিরা হলেন, শরীফ মিয়া (২২), মিজানুর রহমান (২২), মিয়া হোসেন (২০), আব্দুল হামিদ (১৯) এবং রুকন মিয়া (২১)। 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে শনিবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িতের কথা স্বীকার করেছেন। শনিবার ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ গাজীপুর ও জেলার বিভিন্নস্থান থেকে পাঁচজনকে এবং র্যাব-১৪ এর একটি দল মামলার প্রধান আসামি রিয়াদকে জেলার গফরগাঁও থেকে গ্রেপ্তার করে। 

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর রাতে জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন দুই কিশোরী। এ ঘটনায় ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা করে ধর্ষণের শিকার এক কিশোরীর বাবা। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠে জেলার সীমান্ত উপজেলা হালুয়াঘাটের গারো সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। 

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক