হোম > অপরাধ > ময়মনসিংহ

দুর্গাপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর পৌর এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সামছুল মিয়া (৬০) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রোববার বিকেলে পৌর এলাকার বুরুঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে স্থানীয় একটি মাঠে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় পার্শ্ববর্তী চকলেংগুরা গ্রামের সামছুল মিয়া (৬০) শিশুটিকে ডেকে বলেন তোমার বাবা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। সেখানে তোমাকে নিয়ে যেতে বলেছে। এ কথা শুনে শিশুটি তাঁর সঙ্গে গেলে সামছুল তাঁকে কুমড়া খেতে নিয়ে যায়। শিশুটি ওই জায়গায় তার বাবাকে না পেয়ে বাসায় আসতে চাইলে সামছুল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। 

অপরদিকে, সন্ধ্যা হয়ে যাচ্ছে তবুও বাড়ি না ফেরায় শিশুটির পরিবার তাকে খুঁজতে শুরু করে। পথিমধ্যে শিশুটিকে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসতে দেখে তার পরিবার। কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে সবকিছু বলতে থাকে এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে যায়। পরে শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

দুর্গাপুর থানার উপপরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান বলেন, এ বিষয়ে শিশুটির পরিবার আজ দুপুরে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত সামছুল মিয়াকে পৌর শহরের বুরঙ্গা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। 

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ