হোম > অপরাধ > ময়মনসিংহ

পাঁচ মাস বয়সী শিশুকে ছুরিকাঘাতে হত্যা, বাবার আত্মহত্যার চেষ্টা

প্রতিনিধি, মুক্তাগাছা (ময়মনসিংহ) 

ময়মনসিংহের মুক্তাগাছায় স্ত্রী জেসমিন আক্তারকে হত্যার উদ্দেশে ছুরিকাঘাত করেন শাহজাহান মিয়া (৩২)। আহত অবস্থায় জেসমিন আক্তার জীবন বাঁচাতে ঘর থেকে পালিয়ে যান। স্ত্রীকে হত্যা করতে না পেরে পাঁচ মাস বয়সী শিশুকে হত্যা করেন শাহজাহান মিয়া (৩২)। এমনকি আত্মহত্যা করতে নিজের শরীরেও ছুরিকাঘাত করেন। 

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনী আটা গ্রামে ঘটনাটি ঘটে। শাহাজাহান মিয়া উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনী আটা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। মৃত শিশুর নাম শরীফ মিয়া। 

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শাহজাহান মিয়া ও তাঁর স্ত্রী জেসমিন আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিশু শরীফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, শাহজাহান মিয়া বেশ কয়েকদিন ধরেই মানুষ হত্যা করবে বলে নিয়মিত ঘরে ছুরি ধার দিতেন। ঘটনার দিন কোন দুর্ঘটনা ঘটতে পারে এমন সন্দেহ থেকে স্ত্রী জেসমিন আক্তার শাহজাহান মিয়াকে ঘরে আটকে রাখে। এতে ক্ষুব্ধ হয়ে শাহজাহান মিয়া প্রথমে তাঁর স্ত্রী জেসমিন আক্তারকে ছুরিকাঘাত করে। জেসমিন ঘর থেকে পালিয়ে যায়। এরই মাঝে ঘরে থাকা পাঁচ মাসের শিশু সন্তানকে জবাই করে হত্যা করে নিজের শরীরে নিজেই ছুরি দিয়ে আঘাত করে।  

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র