হোম > অপরাধ > ময়মনসিংহ

চা খেতে বের হওয়া দিনমজুরের গলাকাটা লাশ মিলল খালের পাড়ে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক খালের পাড় থেকে শাহ কামাল (৩৮) নামের এক দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ভাইটকামারী গ্রামের লিলু খালের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাবেদর জন্য শাহ কামালের মামা সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ও তাঁর স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে থানায় নিয়েছে। 

নিহত শাহ কামাল উপজেলার যোগানিয়া ইউনিয়নের ভাইটকামারী গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর। 

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহ কামাল রাতের খাবার খেয়ে বাজার এলাকায় চা খেতে বের হন। পরে গভীর রাতেও বাড়ি না ফেরায় তাঁর স্ত্রী শেফালি বেগম (৩২) প্রতিবেশি ও আত্মীয়-স্বজনদের নিয়ে শাহ কামালের খোঁজ করে পাননি। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এক যুবক ভাইটকামারী লিলুখালের পাড়ে তাঁর গলাকাটা লাশ দেখতে পান। 

পরে জরুরী সেবা ৯৯৯–এ খবর দিলে নালিতাবাড়ী থানা–পুলিশ ঘটনাস্থল থেকে শাহ কামালের লাশ উদ্ধার করে। পরে লাশের সুরাতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

এদিকে খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও হত্যা রহস্য উন্মোচনে সিআইডিসহ পুলিশের অন্যান্য বিভাগ কাজ করছে। 

গ্রামবাসী সূত্রে জানায়, ২০১৮ সালে ভাইটকামারী গ্রামের ফজল মিয়ার কাছ থেকে ৭০ হাজার টাকার বিনিময়ে সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের ভাগনে শাহ কামাল ৫৫ শতক জমি বর্গা নেন। পরে ২০১৯ সালে হাবিবুর রহমানের সঙ্গে ফজল মিয়ার পরিবারের ঝগড়া বাধে। তখন হাবিবুর রহমানের গুলিতে ফজল মিয়ার ছেলে ইদ্রিস আলীর হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় হাবিবুর, তাঁর স্ত্রী-সন্তান ও ভাতিজাসহ কয়েজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। তাঁদের সবাই এখন জামিনে রয়েছেন। 

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ফজল মিয়া সেই জমি বুঝিয়ে দেননি শাহ কামালকে। ৭০ হাজার টাকাও দেননি। এ নিয়ে শাহ কামাল বর্গা নেওয়া জমির টাকা ফেরত পেতে একাধিক সালিস করেও কোনো সুরাহা পাননি। 

এ বিষয়ে যোগানিয়া ইউপি চেযারম্যান আবদুল লতিফ বলেন, শাহ কামালের সঙ্গে ফজল মিয়ার টাকা পয়সার একটা বিরোধ ছিল। তবে কী কারণে শাহ কামালকে কে বা কারা এভাবে হত্যা করেছেন, তা ধারণা করা যাচ্ছে না। তবে এই ঘটনার সঙ্গে প্রকৃতভাবে যারা জড়িত তাঁদের চিহিত করে আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মামাকে স্বপরিবারে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা