হোম > অপরাধ > ময়মনসিংহ

ভাই খুন হওয়ার পর থেকে পলাতক, ১৩ দিন পর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ছোট ভাই মকবুল হোসেনকে (৪৫) হত্যা মামলার আসামি বড় ভাই জালাল উদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি দক্ষিণপাড়া এলাকার হিরু শেখের (মৃত) ছেলে। জালাল উদ্দিন ছোট ভাই মকবুল হোসেনকে হত্যা মামলার একমাত্র আসামি ছিলেন।

জানা যায়, গত ৪ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধে জালাল উদ্দিনের কোদালের আঘাতে গুরুতর আহত হন মকবুল হোসেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এরপর থেকে জালাল উদ্দিন পলাতক ছিলেন। আজ ভোর সাড়ে ৫টার দিকে নিজ বসতবাড়ির আমগাছে জালাল উদ্দিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা থানায় খবর দেন। মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘আজ দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জালাল উদ্দিন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। তবে জালাল উদ্দিন তাঁর ছোট ভাইয়ের হত্যা মামলার আসামি ছিলেন।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন