হোম > অপরাধ > ময়মনসিংহ

যাত্রীদের জিম্মি করে টাকা ও মোবাইল ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ছুরি দেখিয়ে অটোরিকশার যাত্রীদের জিম্মি করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত সোমবার রাত ১০টার দিকে নগরীর আলিয়া মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

আটককৃত অটোরিকশা চালকের নাম কাঞ্চন মিয়া। তিনি সদর উপজেলার দাপুনিয়া গ্রামের আহমদ আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় গ্রামের মো. কামাল হোসেন নগরীর একটি প্রাইভেট হাসপাতালে তাঁর বোনকে ডাক্তার দেখাতে নিয়ে আসেন। ডাক্তার দেখানোর পর পাটগুদাম ব্রিজ মোড়ে আসার জন্য চড়পাড়া থেকে অটোরিকশায় ওঠেন। এ সময় যাত্রীবেশে দুই ছিনতাইকারী একই অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি আলীয়া মাদ্রাসা রোড এলাকায় পৌঁছালে দুই ছিনতাইকারী ছুরি বের করে যাত্রীদের জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। চলে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে অটোরিকশা চালক কাঞ্চন মিয়া যাত্রীদের কিছু ভাড়া দিয়ে যেতে বললে ছিনতাইকারীরা ১০০ টাকা দিয়ে চলে যান। 

এ ঘটনার পর যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ছিনতাইয়ের সহযোগিতা করার অভিযোগে অটোরিকশা চালককে আটক করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে কোতোয়ালী থানার এসআই জহুরুল ইসলাম বলেন, অভিযুক্ত ছিনতাইকারী ও ভুক্তভোগীদের থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত