হোম > অপরাধ > ময়মনসিংহ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

নিজেকে কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনো শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, কখনো বা অন্য কোনো দপ্তরের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এভাবেই নানা পরিচয় দিয়ে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। অবশেষে মুরাদুজ্জামান মুরাদ (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানার পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেলে শহরের উত্তর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার রায়হানা ইয়াসমিন। মুরাদ পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার দুপুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মুরাদ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে বেকার ও চাকরিপ্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। শুধু তাই নয়, ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিলেন। ইতিমধ্যে জেলার অনেক বেকারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ায় ভুক্তভোগীরা পুলিশের আইজিপিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মুরাদকে গ্রেপ্তার করতে তৎপর ছিল। এরই মধ্যে শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকার একজনকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র হাতে দিয়ে দুই দফায় হাতিয়ে নেন ৬ লাখ টাকা। ওই ভুক্তভোগী শ্রীবরদী থানায় মামলা করেন। একপর্যায়ে মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ীতে একইভাবে প্রতারণা করতে এলে থানার পুলিশ তাঁকে আটক করে এবং পরে শ্রীবরদীর মামলায় গ্রেপ্তার দেখায়।

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু