হোম > অপরাধ > ময়মনসিংহ

৯ বছরের শিশুকে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে জেলা হাসপাতালে নেওয়া হয়। তীব্র রক্তক্ষরণ হাওয়ায় উন্নত সেখান থেকে ময়মনসিংহে পাঠানো হয়। স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামের (৩৫) বিরুদ্ধে ধর্ষণের এই অভিযোগ উঠেছে।

আজ বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।

এদিকে ঘটনার পরে থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ওই শিক্ষক। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা ও ওই এলাকার একটি মসজিদে ইমামতি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই শিক্ষক ভুক্তভোগী ওই শিশুটিকে পড়াতেন। অভিযুক্ত শিক্ষক যে মসজিদের ইমামতি করতেন তার পাশেই তাঁর থাকার জন্য একটি ছোট টিনের ঘর রয়েছে। বুধবার (১০ মে) বিকেলে পড়ার কথা বলে তাঁর ঘরে ডেকে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করেন। পরে রক্তক্ষরণ শুরু হলে শিশুটি কান্না করতে করতে বাড়িতে যায়। পরে পরিবারের সদস্যদের জানালে তাঁরা গুরুতর আহত অবস্থায় তাকে জেলা হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহে পাঠান।

নাম প্রকাশে অনিচ্ছুক জামালপুর সদর হাসপাতালের গাইনি বিভাগের দায়িত্বরত এক চিকিৎসক বলেন, ‘শিশুটির তীব্র রক্তক্ষরণ হচ্ছিল, বন্ধ হচ্ছিল না। তাই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনাস্থলে ও হাসপাতালে ওই শিশুকে দেখতে গিয়েছিলাম। অভিযুক্ত এ ঘটনার পরেই পলাতক রয়েছেন। শিশুটি পরিবারের সদস্যরা ব্যস্ত রয়েছে। তাঁরা থানায় আসতেছেন, পরে মামলা দায়ের করা হবে।’

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ