হোম > অপরাধ > ময়মনসিংহ

টাকা গুনে দেওয়ার কথা বলে মেয়ের বিয়ের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর গুনে দেওয়ার কথা বলে এক নারীর মেয়ের বিয়ের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। শিখা রানী (৩৫) নামে ওই নারীর কাছ থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করছেন ওই নারী।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের সোনালী ব্যাংক ভালুকা শাখায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিখা রানী উপজেলার ভায়াবহ গ্রামের মানিক চন্দ্র দাসের স্ত্রী।

প্রতারণার শিকার শিখা রানীর জানান, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সোনালী ব্যাংক ভালুকা শাখায় অল্প অল্প করে টাকা জমাচ্ছিলেন। জানুয়ারি মাসে জেলার গফরগাঁওয়ে বিয়ের হওয়া কথা। তাই টাকা তুলতে সোনালী ব্যাংকে যান তিনি। সেখানে গিয়ে এক লাখ ৫ হাজার টাকা তোলেন। এ সময় ব্যাংকে একটি চক্র তাঁর কাছ থেকে টাকা গুনে দেওয়ার কথা বলে হাত থেকে নেয়। পরে টাকা গণনা শেষে প্রতারক চক্র ওই নারীর হাতে টাকা দিয়ে দেন। টাকা নিয়ে শিখা রানী জুয়েলারি দোকানে গিয়ে আবারও টাকা গুনে ৮০ হাজার টাকা কম পান। পরে সঙ্গে সঙ্গে ব্যাংকে এসে বিষয়টি জানান।

সোনালী ব্যাংক ভালুকা শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করেছি। পরে পুলিশ এসে ব্যাংকের সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে।’

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) চন্দন চন্দ্র সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ব্যাংকের ভেতর থেকেই ওই নারীর টাকা প্রতারকেরা নিয়ে গেছে।’

এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে প্রতারকদের চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রতারণার শিকার ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছে।’ 

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা