হোম > অপরাধ > ময়মনসিংহ

নেত্রকোনায় শরিফা আক্তার খুনের রহস্য উদ্ঘাটন, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিনিধি, নেত্রকোনা 

নেত্রকোনা সদর উপজেলার কাংসা গ্রামের চাঞ্চল্যকর শরিফা আক্তার (৩০) হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে। অভিযুক্ত সুভাষ মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের তিন দিন পর সোমবার রাতে কাংসা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুভাষ গৃহবধূ শরিফাকে হত্যার দায় স্বীকার করেন। তিনি জানান, পরকীয়া প্রেমের জেরে তিনি একাই তাঁকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা সদরের সাজিউড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী রিপন মিয়ার স্ত্রী শরিফা আক্তার ছেলে-মেয়েকে নিয়ে কাংসা গ্রামে তাঁর বাবার বাড়িতে থাকতেন। এ দিকে সুভাষ মিয়ার বাড়িও কাংসা গ্রামে। তিনি শরিফার স্বামী রিপন মিয়ার বন্ধু। সুভাষ কাংসা বাজারে মোবাইল ব্যাংকিংয়ের দোকান পরিচালনা করে। পুলিশের তদন্তকারী দল জানায়, রিপন মিয়া সুভাষ মিয়ার কাছে তাঁর স্ত্রীর জন্য মালয়েশিয়া থেকে টাকা-পয়সা পাঠাতেন। স্বামীর পাঠানো টাকা-পয়সা আনতে গিয়ে সুভাষ মিয়ার সঙ্গে শরিফার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তা পরকীয়ায় গড়ায়।

সুভাষ তদন্তকারী দলের কাছে স্বীকারোক্তিতে জানান, শরিফা কিছুদিন ধরে তাঁকে বিয়ের চাপ দিচ্ছিলেন। কিন্তু ঘরে বউ ও সন্তান থাকায় তিনি বিয়ে করতে পারছিলেন না। আর এ কারণেই তিনি তাঁকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে তিনি শরিফাকে গরু কাটার ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আরও জিজ্ঞাসাবাদের পর সুভাষ মিয়াকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক