হোম > অপরাধ > ময়মনসিংহ

বাবার দেওয়া বিষ মাখানো ফল খেয়ে হাসপাতালে শিশু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে সন্তানকে বিষ মেশানো ফল খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। শিশুটি বর্তমানে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির মা আইরিন আক্তার। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের ছয়গণ্ডা মহল্লায়।

থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ বছর আগে উপজেলার সহনাটি ইউনিয়নের পল্টিপাড়া গ্রামের মৃত ইসমাঈল হোসেনের মেয়ে আইরিন আক্তারের সঙ্গে বোকাইনগর ইউনিয়নের কাউলাটিয়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমানের বিয়ে হয়। তাঁদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই মাস আগে হাবিবুর রহমান দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে আইরিন দুই সন্তান লাবিব শাহরিয়ার (৬) ও সামিয়া তাসনিমকে (১১) নিয়ে ছয়গণ্ডায় বাবার বাসায় থাকেন। ঘটনার দিন হাবিবুর রহমান দ্বিতীয় স্ত্রী পান্না বেগমকে নিয়ে প্রথম স্ত্রীর বাসায় যান। এ সময় আইরিন টিউশনি করতে পাশের বাসায় গিয়েছিলেন। হাবিবুর ও পান্না লাবিবকে আপেল ও জাম খেতে দেন। আপেলের কিছু অংশ খাওয়ার পর লাবিব বমি করতে থাকে। এ সময় সামিয়া দ্রুত তার মাকে খবর দিতে ছুটে যায়। আইরিন বাসায় গিয়ে দেখেন, লাবিব প্রচণ্ড বমি করছে। তখন হাবিবুর ও পান্না পালিয়ে যায়।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজেন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, শিশু লাবিবকে রাত ৯টায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ সময় শারীরিকভাবে সে ভীষণ দুর্বল ছিল। শিশুটির দেহে বিষের প্রাথমিক আলামত পাওয়া গেছে, তাকে ভর্তি করে স্যালাইন দেওয়া হয়েছে। এখন সে বিপদমুক্ত। তিনি আরও জানান, বিষ মেশানো ফল খাওয়ার পর বমি হওয়ায় শিশুটি বেঁচে গেছে।

অভিযোগের ব্যাপারে জানতে হাবিবুর রহমানের মোবাইলে একাধিকবার কল দিলে তিনি কেটে দেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার রাতে শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’