ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা-পুলিশের অভিযানে গতকাল মাদক ব্যবসায়ীসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-মোর্শেদ আলী (৪৫), রাজু মিয়া (২৫), ইসহাক আলম (২৫), মো. সজিব মিয়া (৩২), মো. আনোয়ার হোসেন ফারুক, সুজন মিয়া, লিটন মিয়া, শহিদ মিয়া ও মোশারফ হোসেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, মাদকসহ একজন, ডাকাতি মামলায় তিনজন, জিআর ও সিআর গ্রেপ্তারি পরোয়ানায় পাঁচজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ সফিকুল ইসলাম বলেন, দুই কেজি গাঁজাসহ মো. কাইয়ুম মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।