হোম > অপরাধ > ময়মনসিংহ

উত্ত্যক্তের নালিশ করার পর মাদ্রাসাছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার আরও ২

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করার বিষয়ে নালিশ করার পর নবম শ্রেণির এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। একমাস আগের এই মামলায় গতকাল শুক্রবার আরও দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

ময়মনসিংহ র‍্যাব-১৪ এর উপপরিচালক (অপারেশনস অফিসার) মো. আনোয়ার হোসেন জানান, গতকাল দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে তাঁদেরকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার আসামিরা হলেন- নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রাধানগর গ্রামের দৌলত মিয়া (২৩) ও একই উপজেলার জয়নগর গ্রামের দেলোয়ার হোসেন (২২)। এর একমাস আগে মনির মিয়া (২৪) গ্রেপ্তার হন।

মামলার বরাত দিয়ে র‍্যাব জানায়, ভুক্তভোগী ছাত্রী কলমাকান্দার একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় যাওয়া-আসার পথে আসামিরা প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন ও অশালীন কথাবার্তা বলতেন। গত ১১ নভেম্বর ওই ছাত্রীর কাছ থেকে বিষয়টি জেনে তাঁর মা স্থানীয় নারী ইউপি সদস্যের কাছে নালিশ করেন। ওই ইউপি সদস্য তখন সতর্ক করতে মনিরের বাড়িতে যান। কিন্তু মনির ও তাঁর পরিবারের লোকজন উল্টো ইউপি সদস্যসহ ও ছাত্রীর মাকে পিটিয়ে জখম করেন।

খবর পেয়ে প্রতিবেশীদের নিয়ে গিয়ে ওই ছাত্রী তাঁদের উদ্ধার করে মনিরদের পাশের বাড়িতে আশ্রয় নেন। পরে ওই ছাত্রী নিজের বাড়িতে মায়ের কাপড়-চোপড় আনতে যায়। পথে আসামিরা ওই ছাত্রীকে জোর করে তুলে পাশের ধানখেতে নিয়ে ধর্ষণ করেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা দুজনসহ মোট ৫ জনকে আসামি করে আদালতে লিখিত অভিযোগ দেয়। পরে আদালতের নির্দেশে গত ৯ ডিসেম্বর কলমাকান্দা থানায় অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। ঘটনার ২০ দিন পর গত ২৯ ডিসেম্বর মনির মিয়াকে নেত্রকোনার দুর্গাপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব। আর গতকাল দুপুরে আরও দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার দুই আসামিকে আজ বিকেলে আদালতে পাঠানো হয়। এর আগে এই মামলার অপর আসামি মনির মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২