হোম > অপরাধ > ময়মনসিংহ

পুলিশের ভয় দেখিয়ে ইউপি সদস্যের টাকা আদায়

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে এক যুবকের (২২) থেকে ২৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম বাবুলের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর সম্প্রতি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট উপজেলার নন্নী উত্তরবন্দ গ্রামের আকাশ তাঁর স্ত্রীকে আনতে শশুরবাড়ি বাইগরপাড়া গ্রামে যান। শশুরবাড়ি থেকে স্ত্রীকে আসতে না দেওয়ায় শশুরবাড়ি গিয়ে অস্বাভাবিক আচরণ করেন ও তাঁদের হত্যার হুমকি দেন আকাশ। এ সময় শশুর বাড়ির লোকজন আকাশকে বেধড়ক মারধর করে ও রশি দিয়ে বেঁধে রাখেন। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ ফোন করে সহযোগিতা চাইলে পুলিশ শশুর বাড়ি থেকে আকাশকে থানায় নিয়ে আসে। 

এদিকে কোনো অভিযোগ বা বাদী না থাকায় রাতেই স্থানীয়দের সুপারিশে পুলিশ আকাশকে ছেড়ে দেয়। কিন্তু এই সুযোগ নিয়ে ইউপি সদস্য আমিনুল ইসলাম বাবুল আকাশকে মাদক মামলায় গ্রেপ্তারের পর রিমান্ড নিয়ে মারধর করা হবে জানিয়ে ফোনের মাধ্যমে ভয় দেখান। 

পরে আকাশের বাবার কাছে ফোন করে ২৫ হাজার টাকা দাবি করেন বাবুল মেম্বার। মোবাইল ব্যাংকিং এজেন্টের মাধ্যমে বাবুল মেম্বারের কাছে তিন দফায় মোট ১৫ হাজার টাকা নেন আকাশের বাবা চান মিয়া। এরপর আকাশের মা-বাবার কাছে আবারও টাকা দিতে চাপ প্রয়োগ করেন বাবুল। পুলিশকে আরও টাকা দিতে হবে বলে দুই দফায় আরও আট হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা নেন। 

আকাশের মা আফরোজা বেগম বলেন, ‘মেম্বারকে দেওয়া ২৩ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা স্বর্ণের গয়না বন্ধক রেখে মাসে দেড় হাজার টাকা সুদে আনছিলাম। আমরা মেম্বারের বিচার চাই।’ 

আকাশের বাবা চান মিয়া বলেন, ‘আমি ঢাকায় কাজ করি। বাবুল মেম্বার ভয় দেখাইয়া আমারে আনাইছে। ধার দেনা কইরা মেম্বারকে টাকা দেওয়া লাগছে। আমি মেম্বারের বিচার চাই।’ 

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে মোবাইল ফোনে ইউপি সদস্য আমিনুল ইসলাম বাবুলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। 

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, ‘ভুক্তভোগী পরিবার আমার কাছে এসেছিল।’ ঘটনার সত্যতা আছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, ‘অভিযোগটি আমি এখনও পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল পেয়ে আমরা আকাশকে থানায় এনেছিলাম। তবে কোনো অভিযোগ ও বাদী না থাকায় রাতেই তাকে পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়।’ পুলিশের ভয় দেখিয়ে কেউ টাকা আত্মসাৎ করেছে কিনা এই বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ