হোম > অপরাধ > ময়মনসিংহ

হামলার শিকার মুক্তিযোদ্ধা কামাল পাশা, মামলা নিতে পুলিশের গড়িমসি

ময়মনসিংহ প্রতিনিধি

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য জুনায়েদ সিদ্দিকীর হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা কামাল পাশার মামলা নিতে গড়িমসির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত ২৪ জানুয়ারি উপজেলার কানিহর উকিলবাড়ি মোড়ে পূর্ববিরোধের জেরে হামলায় বাম চোখ ক্ষতিগ্রস্ত হলেও আইনি সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা।

পুলিশ বলছে, বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা আহত হয়ে থানায় এলেও মামলা করতে রাজি না হওয়ায় একটি অভিযোগ নিই। অভিযোগটি তদন্তের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। রোববার নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় বাদী ও সাক্ষী হওয়ার কারণে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল পাশাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন রাজাকার জুবায়ের সিদ্দিকীর ছেলে জুনায়েদ সিদ্দিকী। এ বিষয়ে কর্ণপাত না করায় ২৪ জানুয়ারি কানিহরের নিজ বাড়ি থেকে ময়মনসিংহে যাওয়ার পথে উকিলবাড়ি মোড়ে কামাল পাশার ওপর হামলা চালান জুনায়েদ সিদ্দিকী ও তাঁর ভাই শৈবাল।

হামলায় মুক্তিযোদ্ধা কামাল পাশার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হামলাকারী জুনায়েদ সিদ্দিকী নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা আবদুর রউফের অন্যতম সহযোগী। 

হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা বলেন, ‘আমি ভয়ে আছি। পুলিশেরও তেমন সহযোগিতা পাচ্ছি না। মামলা করতে চাইলেও পুলিশ নেয়নি। মুক্তিযোদ্ধা হিসেবে নিজের ওপর আঘাত কাউকে বলতেও পারছি না।’ 

ময়মনসিংহ মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের সদস্যসচিব মুক্তিযোদ্ধা সেলিম সরকার রবার্ট আজকের পত্রিকাকে বলেন, ত্রিশালে বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠন রয়েছে। তাদের প্রধান টার্গেট মুক্তিযোদ্ধারা। কামাল পাশা একজন মুক্তিযুদ্ধের নিবেদিতপ্রাণ। মানবতাবিরোধী অপরাধের মামলায় বাদী এবং সাক্ষীর কারণে তাঁর ওপর হামলা হয়েছে। আমরা দ্রুত হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা আহত হয়ে থানায় এলে আমরা তাঁকে আইনি সহযোগিতা করি। তিনি মামলা করতে রাজি না হওয়ায় আমরা একটি অভিযোগ নিই। অভিযোগটি তদন্তের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়। রোববার নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন