হোম > অপরাধ > ময়মনসিংহ

জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ১০ 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে সরিষাবাড়ী পৌরসভার বাউসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার বাউসি বাজার এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুল জলিলের (৬৪) বসতভিটার ২০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মুজিবুর রহমানের সঙ্গে বিরোধ চলে আসছিল। মুজিবুর রহমান ওই জমি তাঁর বলে দাবি করে আসছিলেন। এ নিয়ে আদালতে মামলা করেন আব্দুল জলিল। কিছুদিন আগে আদালত আব্দুল জলিলের পক্ষে রায় দেন। আদালতের আদেশ অমান্য করে আজ সকালে মুজিবুর রহমান লোকজন নিয়ে ওই জমি দখলে নিতে জলিলের বাড়িঘরে হামলা চালায়। 

এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আব্দুল জলিল (৬৪), আব্দুল জলিলের স্ত্রী লাইলী বেগম (৫০), ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০), ওয়াজ করোনী (২৫), হামদাদুল হক (১৬) ও মজিবুর রহমানের মেয়ে জামাতা জসিম উদ্দিনকে (২৫) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জমিস উদ্দিনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিয়ামত আলী (২৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল জলিল বলেন, মুজিবুর রহমান আমার বসতভিটার ২০ শতাংশ জমি জোর করে বেদখল করতে চায়। এতে বাধা দেওয়ায় মুজিবুর রহমানের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমার পরিবারের ওপর হামলা চালায় ও মারধর করেন। 

অভিযোগ অস্বীকার করে মজিবুর রহমান বলেন, আমার বাড়ির জমি জোর করে দখলে নিয়েছেন আব্দুল জলিল। জলিলের লোকজনই আমাদের ওপর হামলা চালিয়েছেন। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে অভিযোগও পেয়েছি। । ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ওসি আরও বলেন, হামলার ঘটনায় নিয়ামত আলী নামে একজনকে আটক করা হয়েছে। 

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২