হোম > অপরাধ > ময়মনসিংহ

গাঁজা খাওয়া অবস্থায় বাকৃবির ৫ শিক্ষার্থী আটক

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে মাদক সেবনরত অবস্থায় ৫ জন বহিরাগত শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

প্রক্টোরিয়াল মোবাইল টিমের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত পুলিশ টিম গাঁজা সেবনরত অবস্থায় ৩ ছেলে ও ২ মেয়ে শিক্ষার্থীকে আটক করেছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে ওই ৫ জনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক লুৎফুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীর নিষেধাজ্ঞা অমান্য করে তিন ছেলে ও দুই মেয়ে রাত ১০টা থেকে নদীর পাড়ে অবস্থান করছিল। বিষয়টি বিশ্ববিদ্যালয় পুলিশকে জানানো হলে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সহযোগিতা নিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় ৫ গ্রাম গাঁজাসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের সঙ্গে দুটি মোটরসাইকেলও পাওয়া গেছে।

আটক পাঁচজন হলেন, মারিয়া আক্তার পুতুল (১৯), শাহানুর আহমেদ (১৯), জিএম শহিদুল্লাহ (১৮), জারিন তাসনিম রীতি (১৮) ও শামস ইবনে আমিন (১৯)। আটক শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং সবাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বলেও জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন বলেন, গাঁজা সেবনরত অবস্থায় তাঁদের হাতেনাতে আটক করা হয়েছে। আটকদের মধ্যে অনেকেই দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য সেবন করে আসছে বলে জানতে পেরেছি। আটকদের মধ্যে দুজনকে অভিভাবকের অনুরোধে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩ জনকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘আটক সবাইকে থানায় পাঠানো হয়নি। বিশ্ববিদ্যালয় থেকে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাই বাকি তিনজনকেও বিশ্ববিদ্যালয়ের কাছে সোপর্দ করে দিয়েছি। তাঁদের সবাইকে আমার কাছে পাঠানো হলে ব্যবস্থা নেওয়া যেত।’

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার