হোম > অপরাধ > ময়মনসিংহ

জামালপুরে এসএসসি পরীক্ষায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এসএসসির গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পৃথক দুটি পরীক্ষা কেন্দ্রে এ বহিষ্কারের ঘটনা ঘটে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষা চলাকালে উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের এবি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৭ জন ও দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে একজন এসএসসি (ভোক) পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জান যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবুল হাসান রাজু এবং মৎস্য অফিসার শফিউল আলম হাতীভাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ সময় তাঁরা পরীক্ষার হলে ৭ জন পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে ধরেন। 

অন্যদিকে, দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিও) দিপা। তিনি ওই কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে নকলসহ ধরেন। পরে বিধিমোতাবেক কেন্দ্র দুটির সচিবগণ তাঁদের পরীক্ষা থেকে বহিষ্কার করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, পরীক্ষা হলে নকল কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। প্রত্যেক পরীক্ষার দিনই পরীক্ষার হল পরিদর্শন করছি। নকল রোধে পরীক্ষার হল পরিদর্শন অব্যাহত থাকবে। 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার