হোম > অপরাধ > ময়মনসিংহ

জামালপুরে এসএসসি পরীক্ষায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এসএসসির গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পৃথক দুটি পরীক্ষা কেন্দ্রে এ বহিষ্কারের ঘটনা ঘটে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষা চলাকালে উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের এবি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৭ জন ও দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে একজন এসএসসি (ভোক) পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জান যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবুল হাসান রাজু এবং মৎস্য অফিসার শফিউল আলম হাতীভাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ সময় তাঁরা পরীক্ষার হলে ৭ জন পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে ধরেন। 

অন্যদিকে, দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিও) দিপা। তিনি ওই কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে নকলসহ ধরেন। পরে বিধিমোতাবেক কেন্দ্র দুটির সচিবগণ তাঁদের পরীক্ষা থেকে বহিষ্কার করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, পরীক্ষা হলে নকল কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। প্রত্যেক পরীক্ষার দিনই পরীক্ষার হল পরিদর্শন করছি। নকল রোধে পরীক্ষার হল পরিদর্শন অব্যাহত থাকবে। 

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা