নান্দাইলে ট্রলির সঙ্গে অটোর সংঘর্ষে কাঞ্চন মিয়া (৩২) নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লি পালাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাঞ্চন মিয়া উপজেলার আচারগাঁওয়ের ধরগাঁও উকুন্দীপাড়া গ্রামের বারেক মাস্টারের ছেলে। তিনি অটোচালক ছিলেন।
স্থানীয়রা জানান, কাঞ্চন মিয়া অটো চালিয়ে নান্দাইল চৌরাস্তা দিকে আসার পথে মুশুল্লি পালাহার এলাকায় কিশোরগঞ্জগামী ট্রলির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোচালক ও ২ জন মহিলা যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া পথে কাঞ্চন মিয়ার মৃত্যু হয়েছে।
নান্দাইল হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক মরদেহ উদ্ধার করি। ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।