হোম > অপরাধ > ময়মনসিংহ

শেরপুরে পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু

প্রতিনিধি, শেরপুর

শেরপুরে মো. আবু সাঈদ (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে শহরের শেখহাটি মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত সাঈদ সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের আলহাজ্ব মো. মঞ্জুরুল হকের ছেলে। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে নেত্রকোণা জেলা পুলিশে কর্মরত ছিলেন। 

পুলিশ ও সাঈদের পারিবারিক সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল মো. আবু সাঈদ ১০ এপ্রিল শনিবার রাতে নেত্রকোণা জেলা পুলিশে কর্মরত থাকাবস্থায় অসুস্থতাজনিত কারণে ছুটি নিয়ে তারাকান্দি গ্রামের বাড়ি আসেন। পরে ১২ এপ্রিল সন্ধ্যায় শেরপুর শহরে চিকিৎসা নেন।

এদিকে মঙ্গলবার সকালে আবু সাঈদের মা তাকে শয়নকক্ষের বিছানায় দেখতে না পেয়ে বসতবাড়ির টিনের বাউন্ডারির পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সাঈদকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আবু সাঈদের মা সালেহা বেগম জানান, তার ছেলে আবু সাঈদ পুলিশের ক্রীড়া দলে অ্যাথলেটিকস ছিল। সে খেলাধূলা করতো। কিন্তু গত এক বছর থেকে সে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে বেশ আতঙ্কিত ছিল। এর আগে করোনা আক্রান্ত হয়ে প্রায় আড়াই মাস আইসোলেশনে ছিলেন তিনি।  

এবিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া জানান, কনস্টেবল আবু সাঈদের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক