প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ কামাল খান (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর খাগডহর ঈদগাহ মাঠের বর্ণালি ফার্মা নামের ওষুধের দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামাল খান নগরীর খাগডহর এলাকার বাসিন্দা।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. খোরশিদ আলম বলেন, দীর্ঘদিন যাবৎ কামাল মাদক ব্যবসা করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। কামালের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।