হোম > অপরাধ > ময়মনসিংহ

বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার, ৩ ভুয়া ডিবি গ্রেপ্তার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে দাঁতভাঙ্গা সেতুতে এক যুবক তাঁর বান্ধবীকে নিয়ে ঘুরতে গেলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তিনজন টাকা ও মোবাইল ছিনতাই করে নেয়। পরে পুলিশকে খবর দিলে ডিবি পরিচয়ধারী তিন যুবককে গ্রেপ্তার করে। 

আজ শুক্রবার দুপুর ২টার দিকে ওই তিন যুবককে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে দাঁতভাঙ্গা সেতু থেকে তিনজনকে আটক করে। 

এ ঘটনাটায় ঘুরতে যাওয়ার যুবক মো. রাসেল আহমেদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। 

গ্রেপ্তাররা হলেন—মাদারগঞ্জ উপজেলা বালিজুড়ি পশ্চিমপাড়া এলাকার পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. লাবণ্য (২৩), মো. আশরাফ উদ্দিনের ছেলে শেখ আকাশ (২১), জুয়েল মিয়ার ছেলে জুবাইদুল রহমান (২৫)। 

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ’ গতকাল বিকেলে হাজরাবাড়ী পৌরসভার দাঁতভাঙ্গা সেতুতে রাসেল মিয়া ও তাঁর এক বান্ধবীকে নিয়ে ঘুরতে যান। তাঁরা সেতুতে ঘুরে বেড়ানোর সময় ওই তিন যুবক ডিবি পুলিশ পরিচয় দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে রাসেল ও তাঁর বান্ধবীর কাছে ২০ হাজার টাকা দাবি করেন। নগদ ২ হাজার ৫০০ টাকা রাসেলের পকেট থেকে নিয়ে নেন ওই তিন যুবক। পরে তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। এ সময় রাসেলকে মারধর শুরু করেন। পরে স্থানীয়রা ওই তিন যুবকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। রাসেল মামলা করলে তাঁদের গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, এক যুবক তাঁর বান্ধবীকে নিয়ে দাঁতভাঙ্গা সেতুতে ঘুরতে গেলে তিনজন ভুয়া ডিবি পরিচয়ে তাঁদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে। পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। মামলা দায়েরের পর আজ দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক

বাবার জানাজায় এসে ছেলের মৃত্যু, একসঙ্গে দাফন

তর্কে জড়ানো চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিজির

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান