হোম > অপরাধ > ময়মনসিংহ

৮ বছরের শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ৮ বছরের শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার ধুরাইল ইউনিয়নের পূর্ব ধুরাইল কুদালিয়া খালের পাড়ে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা জব্দ করেছে।

নিহত শিশুর নাম সুমন মিয়া (৮)। সুমন পূর্ব ধুরাইল গ্রামের জুয়েল মিয়ার ছোট ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। অপরদিকে গ্রেপ্তার হওয়া যুবকের নাম শরীফ মিয়া (২০)। সে একই এলাকার শাহজাহানের পুত্র।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, সুমন এবং তার সহপাঠী জুনায়েদ বাড়ির পাশে খালের পাড়ে বিকেলে খেলেতে যায়। এ সময় হঠাৎ শরীফ দৌড়ে এসে সুমনকে পানিতে ফেলে দেয়। পরে আবার পানি থেকে তুলে ফের দা দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। পরে সে বাড়ি চলে যায়। সঙ্গে থাকা তার সহপাঠী জুনাইদ ভয়ে চিৎকার করতে থাকলে পরে এলাকাবাসী টের পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান।

জানা যায়, হত্যাকারী শরিফের পরিবারের সঙ্গে নিহত শিশু সুমনের পারিবারিক দ্বন্দ্ব ছিল। তারা একই এলাকার বাসিন্দা। এরই জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ওয়ারিছ উদ্দিন সুমন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে এলাকাবাসীর সহযোগিতায় হত্যাকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকাবাসীর সহযোগিতায় আমরা হত্যাকারীকে গ্রেপ্তার করেছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে পুলিশ শরীফের বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত দাসহ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে হয়েছে।

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক