নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম এলাকার শ্রীরামপুর গ্রামে ইয়াসমিন আক্তার (৩৩) হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী সাদ্দাম হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে নান্দাইল মডেল থানা–পুলিশ উপজেলার গাংগাইল ইউনিয়নের শ্রীরামপুর এলাকার নির্জন হাওর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে গত শনিবার সন্ধ্যার দিকে গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের ওই নারীর মরদেহের পাশে ৩ বছরের শিশুর কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে রাত ৯টার দিকে ক্ষতবিক্ষত ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে নান্দাইল নান্দাইল মডেল থানা–পুলিশ। নিহত নারী শ্রীরামপুর গ্রামের সাদ্দাম হোসেন স্ত্রী। হত্যাকাণ্ড ঘটনার পর থেকে সাদ্দাম হোসেন ও তাঁর পরিবারের লোকজন পলাতক ছিল।
এ ঘটনায় নিহত ইয়াসমিনের ভাই বাদী হয়ে নান্দাইল মডেল থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মডেল থানার ভারপ্রাপ্ত ওসি ও পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দাম হোসেনকে হাওর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।