হোম > অপরাধ > ময়মনসিংহ

ইয়াসমিন হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম এলাকার শ্রীরামপুর গ্রামে ইয়াসমিন আক্তার (৩৩) হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী সাদ্দাম হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে নান্দাইল মডেল থানা–পুলিশ উপজেলার গাংগাইল ইউনিয়নের শ্রীরামপুর এলাকার নির্জন হাওর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

এর আগে গত শনিবার সন্ধ্যার দিকে গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের ওই নারীর মরদেহের পাশে ৩ বছরের শিশুর কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে রাত ৯টার দিকে ক্ষতবিক্ষত ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে নান্দাইল নান্দাইল মডেল থানা–পুলিশ। নিহত নারী শ্রীরামপুর গ্রামের সাদ্দাম হোসেন স্ত্রী। হত্যাকাণ্ড ঘটনার পর থেকে সাদ্দাম হোসেন ও তাঁর পরিবারের লোকজন পলাতক ছিল। 

এ ঘটনায় নিহত ইয়াসমিনের ভাই বাদী হয়ে নান্দাইল মডেল থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

মডেল থানার ভারপ্রাপ্ত ওসি ও পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দাম হোসেনকে হাওর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে। 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার