হোম > অপরাধ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে নির্বাচনী সহিংসতায় পাবেল হত্যা মামলায় গ্রেপ্তার ১

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবেল মিয়া হত্যা মামলায় মো. রমজান আলী (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তারকৃত রমজান আলী ঈশ্বরগঞ্জের গাতীপাড়া গ্রামের মৃত আসন আলীর ছেলে। নিহত পাবেল মিয়া ওই এলাকার রুহুল আমিনের ছেলে। 

জানা যায়, সপ্তম ধাপে গত ৭ ফেব্রুয়ারি জেলার ঈশ্বরগঞ্জের বড়হিত ইউনিয়নে রঘুনাথপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেম্বার প্রার্থী মতিউর রহমানের বাচ্চুর পক্ষে কাজ করে নিহত পাবেল মিয়া। নির্বাচনে মোহাম্মদ আলী বিজয়ী হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে। পরদিন ৮ ফেব্রুয়ারি সকালে পাবেলের পরিবারের সঙ্গে রমজান আলীর লোকজনের সংঘর্ষ হয়। এতে পাবেল গুরুতর আহত হন। এরপর তাঁকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাবেলের মৃত্যু হয়। 

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় নিহতের বাবা রুহুল আমিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। 

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু