হোম > অপরাধ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে নির্বাচনী সহিংসতায় পাবেল হত্যা মামলায় গ্রেপ্তার ১

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবেল মিয়া হত্যা মামলায় মো. রমজান আলী (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তারকৃত রমজান আলী ঈশ্বরগঞ্জের গাতীপাড়া গ্রামের মৃত আসন আলীর ছেলে। নিহত পাবেল মিয়া ওই এলাকার রুহুল আমিনের ছেলে। 

জানা যায়, সপ্তম ধাপে গত ৭ ফেব্রুয়ারি জেলার ঈশ্বরগঞ্জের বড়হিত ইউনিয়নে রঘুনাথপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেম্বার প্রার্থী মতিউর রহমানের বাচ্চুর পক্ষে কাজ করে নিহত পাবেল মিয়া। নির্বাচনে মোহাম্মদ আলী বিজয়ী হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে। পরদিন ৮ ফেব্রুয়ারি সকালে পাবেলের পরিবারের সঙ্গে রমজান আলীর লোকজনের সংঘর্ষ হয়। এতে পাবেল গুরুতর আহত হন। এরপর তাঁকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাবেলের মৃত্যু হয়। 

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় নিহতের বাবা রুহুল আমিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। 

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ