হোম > অপরাধ > ময়মনসিংহ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি ২১ বছর পর গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে প্রায় ২১ বছর ধরের তিনি নানা জায়গায় ছদ্মবেশে পালিয়ে ছিলেন। তাঁর অনুপস্থিতিতেই মামলার রায়ে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। 

আজ শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার ঘাগড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম—শ্রী রমেশ চন্দ্র সরকার (৬৫)। তিনি পূর্বধলা ঘাগড়া এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, ঘাগড়া এলাকার এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ২০০২ সালে ১২ জুন রমেশ চন্দ্রের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা হয়। তদন্ত শেষে একই বছরের ১২ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। পরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৮ সালের ১৮ মে শ্রী রমেশ চন্দ্র সরকারকে যাবজ্জীবন সাজা দেন। তবে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন রমেশ চন্দ্র। ছদ্মবেশে নানা জায়গায় পালিয়ে ছিলেন। অবশেষে গোপন সংবাদে শনিবার উপজেলার ঘাগড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার রমেশ চন্দ্র সরকারকে আগামীকাল রোববার সকালে আদালতে পাঠানো হবে।’

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত