হোম > অপরাধ > ময়মনসিংহ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি ২১ বছর পর গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে প্রায় ২১ বছর ধরের তিনি নানা জায়গায় ছদ্মবেশে পালিয়ে ছিলেন। তাঁর অনুপস্থিতিতেই মামলার রায়ে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। 

আজ শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার ঘাগড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম—শ্রী রমেশ চন্দ্র সরকার (৬৫)। তিনি পূর্বধলা ঘাগড়া এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, ঘাগড়া এলাকার এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ২০০২ সালে ১২ জুন রমেশ চন্দ্রের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা হয়। তদন্ত শেষে একই বছরের ১২ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। পরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৮ সালের ১৮ মে শ্রী রমেশ চন্দ্র সরকারকে যাবজ্জীবন সাজা দেন। তবে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন রমেশ চন্দ্র। ছদ্মবেশে নানা জায়গায় পালিয়ে ছিলেন। অবশেষে গোপন সংবাদে শনিবার উপজেলার ঘাগড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার রমেশ চন্দ্র সরকারকে আগামীকাল রোববার সকালে আদালতে পাঠানো হবে।’

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব