ময়মনসিংহের ভালুকায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুই যুবককে আদালতের মাধ্যমে আজ সোমবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার মধ্যরাতে ময়মনসিংহ র্যাব-৪-এর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভালুকা উপজেলার মো. জাকির হোসেন ওরফে জাহাঙ্গীর (৩০) এবং মো. শাহিন শেখ (২৭)। গতকাল ভালুকা থেকে জাহাঙ্গীর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মো. শহিদ শেখকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, স্কুলছাত্রীর সঙ্গে পরিচয় গোপন করে জাহাঙ্গীর সুমন ছদ্মনামে কথা বলতেন। কথা বলার একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্কুলছাত্রী ৮ জানুয়ারি সকাল ১০টার দিকে বই আনতে স্কুলে যায়। বেলা সাড়ে ১১টার দিকে ফেরার পথে বিয়ের কথা বলে তাকে সিএনজিচালিত অটোরিকশায় ভালুকা ও পরে ময়মনসিংহে নিয়ে যান সুমন। ময়মনসিংহে ঘোরাঘুরির পর সুমন ওই ছাত্রীকে গফরগাঁও নিয়ে যান। রাতে অটোরিকশায় ভালুকার একটি খোলা মাঠে নিয়ে সুমনসহ চার বন্ধু মিলে তাঁকে ধর্ষণ করেন। ভোরে ওই ছাত্রীকে ফেলে চলে যান সুমন ও তাঁর বন্ধুরা।
এ ঘটনার পর মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে প্রেমিকসহ চারজনকে অজ্ঞাতনামা আসামি করে ভালুকা থানায় মামলা করেন।