ময়মনসিংহের তারাকান্দায় পারিবারিক কলহের জেরে ভাতিজার দায়ের কোপে শহীদ মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর পুলিশ সদস্য ভাতিজা ফরহাদ হোসেনকে (৩৫) আটক করেছে থানা-পুলিশ।
আজ শুক্রবার বিকেলে উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘি গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় শহীদ মিয়ার ছেলে মুন্না মিয়া (২২) আহত হন। আটককৃত ফরহাদ হোসেনের বাবার নাম আহমেদ হোসেন। ফরহাদ পুলিশ কনস্টেবল পদে চাকরি করেন।
তারাকান্দা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের আজকের পত্রিকাকে বলেন, নিহত শহীদ মিয়া ও আহমেদ হোসেন দুই ভাই। দেড় বছর যাবত দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন আবারও দুই ভাইয়ের পরিবারের মধ্যে কথা–কাটাকাটি হয়। ঝগড়ার একপর্যায়ে দা নিয়ে ফরহাদ তাঁর চাচা শহীদ ও চাচাতো ভাই মুন্নাকে কুপিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শহীদ মিয়া মারা যান। আহত মুন্না মিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ওসি আবুল খায়ের আরও বলেন, এ ঘটনায় জড়িত ফরহাদ নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।