হোম > অপরাধ > ময়মনসিংহ

জুস খাইয়ে চালককে অজ্ঞান করে মোটরসাইকেল ছিনতাইকালে আটক

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

ময়মনসিংহ থেকে ট্রেনে করে জারিয়া রেলস্টেশনে আসেন ওমর ফারুক (২৩) নামে এক যুবক। ট্রেন থেকে নেমে বাবু নামে এক বন্ধুকে সঙ্গে নিয়ে বিরিশিরি ও বিজয়পুর এলাকা ঘোরার জন্য একটি নতুন মোটরসাইকেল দেখে সারা দিনের জন্য ভাড়া করেন। সারা দিন ঘুরে বিকেলের দিকে বিজয়পুর এলাকায় কয়েক ঘণ্টা বিভিন্ন স্থানে অবস্থান করেন। 

ঘোরাঘুরি শেষে সোমেশ্বরী নদী পার হওয়ার সময় মোটরসাইকেলের চালককে জুস খাওয়ান। নতুন মোটরসাইকেলে করে যাত্রী নিয়ে যাওয়ার পথে চালককে সুস্থ দেখেছিল স্থানীয়রা। কিন্তু সন্ধ্যার পরে দুর্গাপুর পৌর শহরের আত্রাখালী শ্মশানঘাট এলাকায় এলে চালককে মাতালের মতো হেলেদুলে হাঁটার ভঙ্গি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এতে এলাকাবাসী তাঁদের পথ রোধ করলে কৌশলে বাবু পালিয়ে যায় এবং ওমর ফারুককে আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

মঙ্গলবার সন্ধ্যার পর নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পৌর শহরে এ ঘটনা ঘটে। আটক ওমর ফারুক ময়মনসিংহ সদর উপজেলার চরনীলক্ষ্মীয়া ইউনিয়নের রশিদপুর গ্রামের জহিদুল ইসলামের ছেলে। 

মোটরসাইকেলের চালক লাখ মিয়া (৩৪) পূর্বধলা উপজেলার জারিয়া পূর্বপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। চালক অজ্ঞান অবস্থায় বর্তমানে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ সাহা বলেন, আটক ওমর ফারুক পুলিশ হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়মনসিংহ ব্রিজের মোড়ে চায়ের দোকানে কাজ করেন বলে জানিয়েছেন। ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল