হোম > অপরাধ > ময়মনসিংহ

শ্রীবরদীতে ধর্ষণের ফলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বার অভিযোগ

প্রতিনিধি, শ্রীবরদী, শেরপুর

শেরপুর শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশু তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। 

শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে পুরান শ্রীবরদী গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে আ. হাকিম ওরফে ভূসি (৫০) এর বিরুদ্ধে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই ভূসি পলাতক রয়েছে বলা জানা যায়। এ ঘটনায় অন্তঃসত্ত্বা শিক্ষার্থীর পিতা বাদী হয়ে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, আ. হাকিম ওরফে ভুসি ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী এবং সম্পর্কে জেঠা। গেল মার্চ মাসে আ. হাকিম ওরফে ভূসি ভুক্তভোগী শিক্ষার্থীকে কৌশলে তাঁর বাড়িতে ডেকে নেন। বাসায় নিয়ে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তা শিশুটিকে পান করিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের ফলে ওই শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তাঁর মা গত ৭ সেপ্টেম্বর ওই শিশুটিকে জিজ্ঞাসা করলে বিষয়টি জানাজানি হয়। 

পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য আ. হাকিম ওরফে ভূসি ও তাঁর ভাই ফারুক মিয়া, আব্বাস মিয়াসহ স্থানীয় প্রভাবশালীরা ওই শিশুর বাবা-মাকে চাপ সৃষ্টি করেন। 

এ দিকে অভিযোগ স্বীকার করেন ফারুক মিয়া বলেন, `আমার ভাই দোষ করেছে। আমি চাই আমার ভাইয়ের উপযুক্ত শাস্তি হোক।' 

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আ. হাকিম ওরফে ভূসিকে প্রধান করে, আরও দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছেন। 

তিনি আরও জানান, আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে। ভুক্তভোগী শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। 

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২