হোম > অপরাধ > ময়মনসিংহ

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত, থানায় মামলা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে হেলিম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আজ শনিবার সকালে নিহতের বাবা নেওয়াত আলী বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হেলিম মিয়া উপজেলার নাজিরপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের নেওয়াত আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে হরিপুর ও বড়ইউন্দ গ্রামের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে দুই গ্রামবাসীর মধ্যে ঝগড়া হয়। পরে স্থানীয় লোকজন তা থামিয়ে দেন। এ ঘটনার জেরে গত বৃহস্পতিবার বিকেলে আবার ঝগড়া ও মারামারি হয়। এ সময় কান্দাপাড়া গ্রামের হেলিম মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে হাসপাতাল কর্তৃপক্ষ ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

কলমাকান্দা থানার ওসি মো. আবুল কালাম বলেন, ‘পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার