হোম > অপরাধ > ময়মনসিংহ

ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ৯ 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাতদলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহেরাবাড়ী জিঞ্জিরা মাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। 
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামের মাজহারুল ইসলাম (৪৫), রুবেল মিয়া (২৫) ত্রিশাল উপজেলার গুজিয়াম গ্রামের আফজাল মিয়া (২৯), মোক্ষপুর গ্রামের রিফাত সরদার (২৫), রিয়াদ মিয়া (৪৫) একই উপজেলার সানকিভাঙ্গা গ্রামের নাজমুল হক (২৮), গৌরিপুর উপজেলার চুরালী গ্রামের শামীম (২৫)। 

বাকিরা হলেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মোলাইদ মধ্যপাড়া গ্রামের সোলাইমান (২৮) এবং নেত্রকোনা জেলার বারহাট্রা থানার দেওলী গ্রামের শামীম (৩৪)। 

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন জানান, তাঁরা আন্তজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলেন। 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতদলের নয়জন সদস্যকে গ্রেপ্তার করতে পারলেও সাতজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আজ বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা