হোম > অপরাধ > ময়মনসিংহ

থানার ২০০ গজ দূরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী ঝলমল সরকারের (২২) দাবি, তাঁর ব্যাগে থাকা ১ লাখ ৮৫ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারী। পৌরশহরের রাউৎপাড়া এলাকায় গতকাল শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আজ শনিবার দুপুরে আড়াইটার দিকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে মোহনগঞ্জ থানার দূরত্ব ২০০ গজ।

ঝলমল সরকার পৌরশহরের রাউৎপাড়া এালাকার নৃপেন্দ্র সরকারের ছেলে। পৌরশহরের থানা রোডে বসুন্ধরা প্লাজার নিচ তলায় ঝলমল স্টেশনারি ও বিকাশ-নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন তিনি।

ঝলমল সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাসায় রওনা হই। হাতের ব্যাগে ১ লাখ ৮৫ হাজার টাকা ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ছিল। থানা পার হয়ে বাসার রোডে ঢুকতেই মুখোশ পড়া একজন ছুরি নিয়ে আমার ওপর হামলা চালায়। হাতে ছুরিকাঘাত করে ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। ধস্তাধস্তির একপর্যায়ে আমাকে ফের ছুরিকাঘাত করলে ব্যাগ ছেড়ে দেই।’

পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ক্ষতস্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঝলমল সরকার আরও জানান, রাতে চিকিৎসা শেষে অভিযোগ দিতে থানায় গেলে এএসআই শাহ আলমের সঙ্গে কথা হয়। তিনি সকালে এসে অভিযোগ দিতে বলেন। পরে দুপুর আড়াইটার দিকে থানায় গেলে একজন পুলিশ কনস্টেবলকে দিয়ে অভিযোগ লেখানো হয়। তখন এএসআই শাহ আলম অভিযোগটি কনস্টেবলের কাছেই রেখে যেতে বলেন। আর সন্ধ্যায় ওসি অফিসে আসার পর দেখবেন বলে তাঁকে বিদায় করে দেন।

এ বিষয়ে জানতে মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলামকে আজ বিকেল পাঁচটার দিকে ফোন দেওয়া হলে তিনি জানান, ‘বিষয়টি জানা নেই। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা