হোম > অপরাধ > ময়মনসিংহ

জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই মজিবুর রহমানের। 

আজ রোববার সকালে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মো. নুরুল আমীন (৪৫) মউ গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

নিহতের পরিবার জানায়, গত দুই বছর ধরে বড় ভাই নুরুল আমিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল মজিবুর রহমানের। এই নিয়ে স্থানীয়ভাবে দেন দরবার হলেও কোনো সুরাহা আসেনি। ঘটনার দিন রোববার সকালে তাদের ধান খেতের পাশে দাঁড়িয়ে ছিল নুরুল আমীন। এ সময় পূর্ব বিরোধের জেরে নুরুল আমিনের বুকে দেশীয় অস্ত্র (ডেগার) দিয়ে আঘাত করে মজিবুর। স্থানীয় ও পরিবারের সদস্যরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত নুরুল আমিনের ছেলে সোহেল মিয়া বলেন, ‘গত দুই বছর ধরে জমি নিয়ে আমাদের সঙ্গে ঝামেলা চলে আসছিল তাদের। কয়েকবার দেন-দরবার হলেও তারা তা মানেনি।’ 

সোহেল মিয়া আরও বলেন, ‘সকালে আমি খেতের আইল বাঁধছিলাম তখন আব্বা আইলের ওপর দাঁড়িয়ে রইছিল। এই সময় আব্বার ছোট ভাই মজিবুর ডেগার দিয়ে আব্বার বুকে ফার মারে আর আব্বার ভাগনে ও আমার চাচাতো ভাই তারাও তখন আব্বারে বাইরাইছে। আমি আমার আব্বার খুনের বিচার চাই।’ 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১