হোম > অপরাধ > ময়মনসিংহ

সহকর্মীর সঙ্গে প্রেম, বিয়েতে রাজি না হওয়ায় হত্যা

নেত্রকোনা প্রতিনিধি

একই সঙ্গে পোশাক কারখানায় চাকরি করার সুবাদে কমলা খাতুনের (২৬) সঙ্গে মো. নিজামের (৩০) গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রস্তাব দেন নিজাম। কিন্তু বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকা কমলাকে শ্বাসরোধ ও পেটে দা দিয়ে আঘাত করে হত্যা করেন প্রেমিক মো. নিজাম। 

গ্রেপ্তারের পর জবানবন্দিতে এসব কথা বলেন নিজাম। আজ সোমবার (২১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান। 

এর আগে সোমবার ভোরে গাজীপুরের মীরের বাজার এলাকা থেকে নিজামকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন নিজাম। গত শনিবার (১৯ নভেম্বর) সকালে নেত্রকোনার পূর্বধলায় উপজেলার বালুচরা বাজারের তালতলা মোড় থেকে অজ্ঞাত হিসেবে কমলার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

হত্যাকাণ্ডের শিকার কমলা খাতুন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রাত্রা গ্রামের মাতাব উদ্দিনের মেয়ে।  

র‍্যাব কর্মকর্তা মহিবুল ইসলাম খান বলেন, ‘কমলা ও নিজাম দুজনেই গাজীপুরে একই গার্মেন্টসে কাজ করতেন। সেই সুবাদে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে নিজাম কমলাকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু কমলা এতে রাজি না হলে তাঁকে হত্যার পরিকল্পনা করেন নিজাম। পরিকল্পনা অনুযায়ী কমলাকে দুর্গাপুরের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে আসেন তিনি। পরে শুক্রবার রাতে দুর্গাপুরে যাওয়ার পথে পূর্বধলা উপজেলার বালুচরা বাজারের তালতলা মোড়ে গিয়ে গাড়ি থেকে নামিয়ে নিরিবিলি জায়গায় নিয়ে শ্বাসরোধে ও দা দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গাজীপুরে পালিয়ে যান। শনিবার সকালে অজ্ঞাত হিসেবে কমলার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিজামকে শনাক্ত ও গাজীপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে হত্যার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন নিজাম।’ 

গ্রেপ্তার নিজামের বিরুদ্ধে যথাযথ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি। 

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা