জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে (২৮) ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে পাশের উপজেলা সরিষাবাড়ির ছাতারিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি আদারভিটা ইউনিয়নের চর ডাকাতিয়া গ্রামের মৃত দুদু শেখের ছেলে।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী একা বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় প্রতিবেশী জহুরুল ঘরে ঢুকে তাঁর শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন এবং একপর্যায়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। পরে চিৎকার করলে পালিয়ে যান জহুরুল।
এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, ভুক্তভোগীর পরিবার অভিযোগ করার পর জেলা পুলিশ সুপার নাসির উদ্দিনের নির্দেশনায় রাতেই পাশের উপজেলা সরিষাবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সকালে তাঁকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।