ময়মনসিংহ নগরীতে সন্তানের হাতে দুলু মিয়া নামের এক ব্যক্তি খুন হয়েছেন। মাকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ওই সন্তানকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর কৃষ্টপুর জামে মসজিদের পেছনে দুলু মিয়া স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছিলেন। গতকাল শরিবার দিবাগত মধ্যরাতে কাজ শেষে বাসায় ফিরে নেশার টাকার জন্য স্ত্রীকে মারধর করতে শুরু করেন দুলু মিয়া। এসময় ছেলে জয় (২০) থামাতে গেলে তাকেও মারতে থাকেন। এ পরিস্থিতিতে একটি কাঁচের টুকরো দিয়ে বাবাকে আঘাত করেন জয়। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, দুলু মিয়া ভাঙ্গারির ব্যবসা করতেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার ছেলে জয়কে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।