হোম > অপরাধ > ময়মনসিংহ

স্ত্রীকে হত্যার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে স্ত্রীকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. দুলাল মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার দুপুরে র‍্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে সদর উপজেলার গোষ্টা দক্ষিণপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. দুলাল মিয়া একই এলাকার মৃত হযরত আলীর ছেলে।

ময়মনসিংহ র‍্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি গাজীপুরের জয়দেবপুর থানাধীন আমবাগ পূর্বপাড়া এলাকার ভাড়া বাসায় দুলাল মিয়া তাঁর স্ত্রী শাহানাজ বেগমকে মারধরের পর হত্যা করেন। হত্যার পর গলায় রশি পেঁচিয়ে শাহানাজ বেগমকে আমগাছের ডালে ঝুলিয়ে রাখা হয়।

পরে শাহানাজের পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় দুলাল মিয়াকে আসামি করে হত্যা মামলা করা হয়। ওই মামলায় ২০০৭ সাল থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত কারাভোগের পর জামিন পান দুলাল মিয়া। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে ওই মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আসামি দুলাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। 

কোম্পানি অধিনায়ক আরও বলেন, গতকাল বিকেলে অভিযান চালিয়ে পলাতক আসামি দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩