তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের ধলাই বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ওই বিলের কচুরিপানার নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে মরদেহটি দেখতে পেয়ে তারাকান্দা থানা-পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।’