হোম > অপরাধ > ময়মনসিংহ

দুই ভাগনিকে হত্যার ঘটনায় মামার বিরুদ্ধে মামলা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আপন দুই ভাগনিকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত মামা মাহাবুবের (২০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার রাতে নিহত শিশুদের বাবা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া। 

আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামিকে আদালতে পাঠায় পুলিশ। আগামীকাল বুধবার আদালত রায় ঘোষণা করবেন। 

ওসি বলেন, দুজন শিশু হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মাহাবুবের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা হয়েছে। তাঁকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়াও হত্যার কারণ এবং এর পেছনে কোনো ইন্ধনদাতা আছে কিনা এই বিষয়ে তদন্ত চলছে। 

উল্লেখ্য, ঈশ্বরগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে মামার হাতে খুন হয়েছেন দুই শিশু। ঘরে ডেকে এনে দুই ভাগনিকে গলা কেটে হত্যা করেন তাঁদের আপন মামা মাহাবুব (২০)। গতকাল সোমবার সকাল ১১টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের পশ্চিম কাজির বলসা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মাহাবুব ওই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

হত্যাকাণ্ডের পর স্থানীয় মসজিদে আশ্রয় নেন মাহাবুব। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। 

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা