হোম > অপরাধ > ময়মনসিংহ

ব্যাংক ডাকাতি করতে ময়মনসিংহে আসা ৪ জঙ্গি রিমান্ডে

প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহে ব্যাংক ডাকাতি করতে এসে ধরা পড়া চার জেএমবি সদস্যের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হাই এ রিমান্ড মঞ্জুর করেন। 

এই চার জেএমবি সদস্য হলেন, ময়মনসিংহের জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী (৩৪), মো. আলাল ওরফে ইসহাক (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রোবায়েদ আলম এবং রংপুরের মো. আবু আইয়ুব ওরফে খালিদ (৩৬)। কোর্ট ইন্সপেক্টর প্রসুন কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে র‍্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, আটটি বোমা সদৃশ বস্তু, চারটি ব্যাগ, দরজা ও লক ব্রেকারসহ বিভিন্ন সরঞ্জাম এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে উল্লেখ করেছে বলেও জানিয়েছে র‍্যাব। বিভিন্ন জঙ্গি অপারেশনে অংশগ্রহণ, বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ডাকাতির পরিকল্পনাও জানা গেছে। এরই অংশ হিসেবে একটি ব্যাংক ডাকাতি করতে তারা ময়মনসিংহে এসেছিল বলে জানা গেছে। 

এ ঘটনায় শনিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‍্যাব-১৪ এর সুবেদার মো. আনোয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার