হোম > অপরাধ > ময়মনসিংহ

ব্যাংক ডাকাতি করতে ময়মনসিংহে আসা ৪ জঙ্গি রিমান্ডে

প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহে ব্যাংক ডাকাতি করতে এসে ধরা পড়া চার জেএমবি সদস্যের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হাই এ রিমান্ড মঞ্জুর করেন। 

এই চার জেএমবি সদস্য হলেন, ময়মনসিংহের জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী (৩৪), মো. আলাল ওরফে ইসহাক (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রোবায়েদ আলম এবং রংপুরের মো. আবু আইয়ুব ওরফে খালিদ (৩৬)। কোর্ট ইন্সপেক্টর প্রসুন কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে র‍্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, আটটি বোমা সদৃশ বস্তু, চারটি ব্যাগ, দরজা ও লক ব্রেকারসহ বিভিন্ন সরঞ্জাম এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে উল্লেখ করেছে বলেও জানিয়েছে র‍্যাব। বিভিন্ন জঙ্গি অপারেশনে অংশগ্রহণ, বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ডাকাতির পরিকল্পনাও জানা গেছে। এরই অংশ হিসেবে একটি ব্যাংক ডাকাতি করতে তারা ময়মনসিংহে এসেছিল বলে জানা গেছে। 

এ ঘটনায় শনিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‍্যাব-১৪ এর সুবেদার মো. আনোয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। 

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ