হোম > অপরাধ > ময়মনসিংহ

ইয়াবা কেনার সময় ট্রেনচালককে হাতেনাতে ধরল গোয়েন্দা পুলিশ

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ইয়াবা কেনার সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হাতেনাতে ধরা পড়েছেন বাংলাদেশ রেলওয়ের এক ট্রেনচালক। এ সময় ইয়াবা বিক্রেতাকেও গ্রেপ্তার করা হয়। 

গতকাল সোমবার রাতে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ডাকাতিয়া পাড়া (ফুটানি বাজার-বাহাদুরাবাদ ঘাট) সড়কে অভিযান চালায় ডিবি পুলিশ। ইয়াবা কেনার সময় দুজনকে আটকের পর তাঁদের নামে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। 

গ্রেপ্তার ট্রেনচালকের নাম আল আমীন। তিনি চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামের বাসিন্দা। গ্রেপ্তার অপরজন হলেন জাহিদুল ইসলাম (২৭)। তিনি একই গ্রামের বাসিন্দা। 

গোয়েন্দা (ডিবি) জামালপুর উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চুকাইবাড়ী ইউনিয়নের ডাকাতিয়া পাড়া (ফুটানি বাজার-বাহাদুরাবাদ ঘাট) সড়কে অভিযান চালায়। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ওই দুজনকে আটক করা হয়। এর মধ্যে আল আমীন বাংলাদেশ রেলওয়ের একজন ট্রেনচালক বলে নিশ্চিত হওয়া গেছে। 

আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাঁদের দুজনের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার