হোম > অপরাধ > ময়মনসিংহ

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

গ্রেপ্তারকৃতরা হল- মকবুল হোসেন (৫৫), জাবেদ (২৫), কাজল মিয়া (৬০), শরীফ (৩২) ও সোহেল মিয়া। আসামি মকবুল বাদে বাকিরা সবাই কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাসিন্দা।

জানা গেছে, গত ৩১ অক্টোবর ময়মনসিংহের পাগলা থানার খুরশিদ মহল ব্রিজের পূর্ব ঢালে রাস্তার পাশে ঝোপঝাড়ের আড়াল থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায় মরদেহটি গফরগাঁওয়ের তেঁতুলিয়া গ্রামের অটোরিকশাচালক নাছির উদ্দিনের (৪৫)। এ ঘটনার পরদিন নিহতের ছোট ভাই নুরুল আমিন বাদী হয়ে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত এবং অভিযান শুরু করে ডিবি পুলিশ। পরবর্তীতে বিভিন্ন স্থান থেকে হত্যাকাণ্ডের মূল হোতাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, পূর্বপরিকল্পিতভাবে গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে গফরগাঁওয়ের জামতলা চৌরাস্তা থেকে হোসেনপুর যাওয়ার কথা বলে নাছির উদ্দিনের অটোরিকশায় ওঠেন আসামিরা। পৌনে ৯টার দিকে হোসেনপুর ব্রিজের কাছে পৌঁছালে চালকের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঝোপঝাড়ের আড়ালে মরদেহ ফেলে রেখে অটোরিকশা ও চালকের মোবাইল নিয়ে পালিয়ে যান তাঁরা।

পুলিশ সুপার আরও বলেন, হত্যাকাণ্ডের মূল হোতা মকবুল সেলুনে চুল কাটার আড়ালে অপরাধ চক্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পরিকল্পনা করেন। একেক সময় একেকজনকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ ও ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় কখনো চালককে মারধর করে, কখনোবা নেশাজাতীয় পানীয় খাইয়ে অচেতন করে অটোরিকশা ছিনতাই করেন তিনি। তাঁর বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ