হোম > অপরাধ > ময়মনসিংহ

বাঁশঝাড় থেকে আগুনে পোড়া মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের কদমরসুলপুর গ্রাম থেকে মারুফা আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মারুফার শরীর আগুনে দগ্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। 

মারুফার পরিবার জানায়, বুধবার ভোর ৪টার দিকে মারুফা ছোট বোন রহিমাকে ঘুম থেকে তুলে বাথরুমের জন্য ঘর থেকে বের হয়। আধা ঘণ্টা পার হলেও বড় বোনের ঘরে না ফেরায় বিষয়টি বাবা-মাকে জানায় ছোট বোন। পরে মারুফার বাবা মজিবুর রহমান বাড়ির লোকজনকে নিয়ে আশপাশে খোঁজ করে ঘণ্টাখানেক পর বাড়ি থেকে ৪০০ মিটার উত্তরে একটি বাঁশঝাড় থেকে আগুনে পোড়া মারুফার দেহ পায়।

মারুফার বাবা মুজিবুর রহমান বলেন, বাঁশঝাড়ে টর্চের আলোতে মেয়ের পোড়া শরীর দেখে চিৎকার করেন। আগুনে পুড়ে মারুফার সারা শরীর কুঁকড়ে যায়। পাশেই একটি দেশলাইয়ের বাক্স পড়ে ছিল। মারুফা ত্রিশাল উপজেলার রায়ের গ্রাম আইয়ুবিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল। 

 মা বেদেনা খাতুন বলেন, মারুফা কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল। দুই বছর সে মাদ্রাসায় যায় না। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে আগুনে পোড়া মেয়েটির মরদেহ উদ্ধার করি। সুরতহাল করে লাশ ময়মনসিংহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা